যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে একটি সামরিক বাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। যাত্রীবাহী বিমানটিতে ৬৪ জন যাত্রী ছিল বলে সংবাদ মাধ্যমে খবরে বলা হয়েছে। দুর্ঘটনার পর বিমান দুটি পটম্যাট নদীতে বিধ্বস্ত হয়।
সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার রাতে রিগান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি আঞ্চলিক যাত্রীবাহী বিমানের সাথে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়।
এফএএ-এর তথ্য অনুযায়ী, পিএসএ আমেরিকান এয়ারলাইন্সের জন্য ফ্লাইট-৫৩৪২ পরিচালনা করছিল, যেটি ক্যানসাসের উইচিটা থেকে ছেড়েছিল। আমেরিকান এয়ারলাইন্সের ওয়েবসাইট অনুযায়ী, জেটটি ৬৫ জন যাত্রী বহন করতে পারে।
পুলিশ জানিয়েছে, বিমানবন্দরের সীমান্তবর্তী পোটোম্যাক নদীতে একাধিক সংস্থা অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড জানিয়েছে, তারা এই ঘটনা সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছে।
২০০৯ সালের ফেব্রুয়ারির পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে কোনও মারাত্মক যাত্রীবাহী বিমান দুর্ঘটনা ঘটেনি, তবে সাম্প্রতিক বছরগুলিতে ছোটখাটো দুর্ঘটনাগুলি গুরুতর নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে।
আমেরিকান এয়ারলাইন্স সামাজিক মাধ্যমে জানিয়েছে, পিএসএ পরিচালিত আমেরিকান ঈগল ফ্লাই- ৫৩৪২, উইচিটা, ক্যানসাস থেকে ওয়াশিংটন রিগ্যান জাতীয় বিমানবন্দরে যাওয়ার পথে একটি দুর্ঘটনায় পড়ার খবর সম্পর্কে অবগত।