পাবনায় ছাত্র জনতার উপরগুলি বর্ষণকারী আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খানের বাড়ি ভাঙচুরের সময় গোপনে ভিডিও ধারণ করায় পৌর ছাত্রলীগ নেতা কাজী তুষারকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে ছাত্র জনতা। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শহরের শালগড়িয়ায় পাবনা জেনারেল সড়ক হাসপাতালে এলাকায় এই ঘটনাটি ঘটে।
আটক তুষার পৌর শহরের শালগাড়িয় শাপলা প্লাস্টিক মোড় এলাকার কাজী সুলতানের ছেলে। তিনি পাবনা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলের দিকে শহরের গোডাউন মোড়ে ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে দু’জন শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামি ও পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদের বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন ছাত্র-জনতা। ব্যাপক ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়া হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উৎসুক জনতা হিসেবে গোপনে ভাঙচুর ও অগ্নিসংযোগ দেখতে এবং ছবি তুলছিলেন কাজী তুষার।