কুড়িগ্রামের রাজাহাট উপজেলায় খাস জমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মোঃ বেলাল হোসেন বয়স ৫২ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের টঙ্গার কুটি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান বিদ্যানন্দ ইউনিয়নের জোঙ্গার গুটি এলাকায় ২০ শতাংশ জমি নিয়ে একই এলাকার আব্দুল জব্বার ও আব্দুল হাকিম এর বিরোধ চলছিল। উক্ত বিরোধের জমি নিয়ে কয়েক দিন আগেও দু গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জেরে সোমবার সকালে দুই গ্রুপের জমি দখলের চেষ্টা করলে দুই গ্রুপের সংঘর্ষ হয়। সংঘর্ষে আব্দুল হাকিম গ্রুপের সদস্য বেলাল হোসেন গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
স্থানীয় ইউপি সদস্য রিয়াজুল ইসলাম জানান, দুই গ্রুপের বিরোধ চলা সরকারি খাস জমির পরিমাণ ২০ শতাংশ। প্রতি বছর এই খাস জমিটিকে ঘিরে আব্দুল জব্বার ও আব্দুল হাকিম দুই গ্রুপের সংঘর্ষ হয়। সোমবারও খাস জমি দখলকে কেন্দ্রে করে উভয়পক্ষের সংঘর্ষে আব্দুল হাকিম গ্রুপের বেলাল হোসেন নিহত হয়েছে। নিহত ব্যক্তি সম্পর্কে আব্দুল হাকিমের ভাতিজা হয়।