সায়দাবাদ পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের ও মেঘনা নদী রক্ষায় মহাপরিকল্পনা প্রকল্পের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। ১০ বছর ধরে প্রকল্প দুটির কাজ আটকে থাকায় তিনি উদ্যেক প্রকাশ করেছেন। তিনি বলেন এত গুরুত্বপূর্ণ প্রকল্প ১০ বছর ধরে আটকে আছে। অথচ ঢাকা শহরের মানুষের জন্য এটি অত্যন্ত জরুরি। ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে পরিবেশ হুমকির মুখে পড়েছে। অথচ সমাধানের পথ থাকলেও তা কার্যকর করা হয়নি।
রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, ঢাকা ওয়াসা, পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া, প্রধান উপদেষ্টার এসডিজি–বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ ও মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াও বৈঠকে অংশ নেন।
প্রকল্প বাস্তবায়নে কোথায় বাধা রয়েছে, তা সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়ের কাছে জানতে চান প্রধান উপদেষ্টা। একইসঙ্গে খরচ কমানোর বিষয়ে আলোচনা করেন তিনি।