পঞ্চগড়ের আটোয়ারীতে ইজিবাইক চুরি করতে গিয়ে গ্রামবাসীর হাতে নাতে ধরা পড়েছে এক যুবক। পরে পুলিশে জিজ্ঞাসা বাদে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। জানা যায় ওই যুবক এক তরুণীকে ধর্ষণের পর হত্যার সঙ্গে জড়িত ছিল।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত শনিবার (৮ মার্চ) দিবাগত ভোররাতে উপজেলার রাধানগর গ্রামের তাহিরুল ইসলামের ইজিবাইক চুরি করে পালানোর সময় গ্রামবাসীর হাতে ধরা পড়ে রিফাত বিন সাজ্জাদ (২৩)। এ সময় তার সহযোগী আরও ২ জন পালিয়ে যায়। পরে তার স্বীকারোক্তিতে জানা যায়, পালিয়ে যাওয়া দুইজন হলো রাণীগঞ্জ এলাকার মো. ফরিদুল ইসলাম ও ঠাকুরগাঁওয়ের নামাজপাড়া এলাকার জাহাঙ্গীর আলম।
একপর্যায়ে গ্রামবাসী আটক সাজ্জাদকে গণধোলাইয়ের পর পুলিশের কাছে হস্তান্তর করে। তখনই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। তিনি গত ১৩ জানুয়ারি রাধানগর কিসমত রেলস্টেশন এলাকায় এক নারীকে (২৭) ধর্ষণের পর হত্যা করেছিল বলে স্বীকার করে। পুলিশ তার মোবাইলে হত্যাকাণ্ডের ছবি উদ্ধার করেছে।