আজ শুক্রবার ভারতে হোলি উৎসব। এই উৎসবটিকে ঘিরে অশান্তি আড়াতে দেশটির উত্তরপ্রদেশ প্রশাসন সোবহাল জেলায় দশটি মসজিদ ঢেকে ফেলার পরিকল্পনা করা হচ্ছে। এ বছর রমজানের জুমার দিনে পড়েছে হোলির উৎসব। যাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বজায় থাকে, সেজন্যও সতর্ক রয়েছে প্রশাসন।
এ বিষয়ে উত্তরপ্রদেশ প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। গণমাধ্যমকে ব্রিফিংয়ে পুলিশ কর্মকর্তা শ্রীশ চন্দ্র বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং দুই সম্প্রদায়ের উৎসব পূর্ণ আনন্দ ও মর্যাদার সঙ্গে উদযাপন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘চৌপাই’ শোভাযাত্রার প্রস্তাবিত রুটে মোট দশটি মসজিদ চিহ্নিত করা হয়েছে। দুই সম্প্রদায়ের মধ্যে কোনো ধরনের ঝামেলা বা উত্তেজনা রোধ করার জন্য সেগুলোর সবকটি ঢেকে দেয়া হয়েছে।