রোহিঙ্গাদের আশ্রয় দেয়া বাংলাদেশের মানবিক মূল্যবোধের এক অন্যতম নিদর্শন। প্রজাতিক সম্প্রদায়ের বিষয়টিকে অবহেলা করার সুযোগ নেই। রোহিঙ্গা সমস্যার সমাধানে দেশটিকে সর্বাত্মক সহকারে জাতিসংঘ বক্তব্য করেছে সংস্থাটির মহাসচিব।
শনিবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গাদের সাথে একাত্মতা পোষণ করতে বাংলাদেশে এসেছি। তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা। এ সময় কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের মানবিক বিপর্যয় চলছে। তাদের মানবিক সহায়তাকে প্রাধান্য দিতেই হবে। এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের হাত বাড়ানোর আহ্বানও জানান তিনি।
তিনি আরও বলেন, গণতন্ত্র ও উন্নয়নের পথে এগোতে বাংলাদেশের জনগণের আশাবাদ আমাকে চমৎকৃত করেছে। দেশটির জন্য এখন একটি গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে। সংস্কার ও পরিবর্তনের পথে জাতিসংঘ বাংলাদেশকে সব ধরনের সাহায্য করবে।