ফরিদপুরে তরমুজ বাহির ট্রাক মোটরসাইকেল এবং অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো একজন।নিহত মোটরসাইকেল চালক নয়ন শেখ। তার বয়স ২৪ বছর।নিহত নয়ন শেখের বাড়ি ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে। আরেকজন মদনদিয়া গ্রামের শাহজাহান শেখ। তার বয়স ৫২ বছর।
ফরিদপুরের দিক থেকে রাজবাড়ীগামী একটি তরমুজবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও রিকশার সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী নয়ন শেখ ঘটনাস্থলেই মারা যায়। এ সময় মোটরসাইকেলে থাকা নিহত নয়নের মা মারাত্মকভাবে আহত হয়। এছাড়া আহত রিকশাচালক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
এ ব্যাপারে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন চৌধুরী জানান, রাজবাড়ীগামী তরমুজবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও রিকশারর সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নয়ন শেখ নিহত হয়। আহত অবস্থায় মোটরসাইকেলের পিছনে থাকা নয়ন শেখের মা ও রিকশা চালককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রিকশা চালক শাজাহান শেখ মারা যায়। তবে ট্রাক চালককে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।