বাংলাদেশে ফুটবলে নতুন এক সম্ভাবনার নাম হামজা চৌধুরী। দেশের একমাত্র ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে এই ডিফেন্ডারের। সেই হামজা অবশেষে লাল-সবুজের জার্সি গায়ে তুলতে দেশে ফিরেছেন। নিজ জন্মভূমিতে পা রেখেই তিনি জানিয়েছেন, ভারতকে হারিয়ে দিয়েই সামনে এগোবেন।
সোমবার পৌনে ১২ টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হামজা। এরপর বিমানবন্দরে হামজা ও তার পরিবারকে ফুল দিয়ে বরণ করে নেন বাফুফের ৭ জন নির্বাহী সদস্য। পরে ভিআইপি গেটে সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় হামজা বলেন, ‘দারুণ লাগছে। আমার হৃদয় পূর্ণ। লম্বা সময় পর ফিরেছি।
যুক্তরাজ্যে জন্মগ্রহণ করা হামজা ইংল্যান্ডের হয়ে বয়সভিত্তিক দলে খেলেছিলেন। বর্তমানে খেলছেন প্রিমিয়ার লিগের দল শেফিল্ড ইউনাইটেডে। গত বছর ইংল্যান্ড ও ফিফার বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ দলের হয়ে খেলার অনুমোদন পান তিনি। তখন থেকেই রীতিমতো হামজা জ্বরে কাঁপছে দেশের ফুটবল।