বড় পরিসরে প্রবাসীদের ভোটে অন্তর্ভুক্তি নিশ্চিত করতে চাইলে প্রক্সি ভোটের বিকল্প নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তারা যেন ভোট দিতে গিয়ে আইনগত ঝামেলায় যেন না পড়ে সেটি নির্বাচন কমিশন দেখবে বলে জানান তিনি।
সোমবার ইসলামি সহযোগিতা সংস্থা-ওআইসিভুক্ত দেশগুলোর বাংলাদেশ মিশন প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কারে সমর্থনের কথা জানিয়েছেন মিশন প্রধানরা। সোমবার বেলা ১১টায় নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিসহ সার্বিক পরিস্থিতি তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
এর আগে, ১৯ দেশের মিশন প্রধানদের চিঠি দিয়ে ইসির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয় আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনাই দারুসসালাম, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তাস, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত।