ইস্তাম্বুলের আলোচিত মেয়র একরেম ইমামোগলু গ্রেফতার করেছে তুরস্কের পুলিশ। এই রাজনীতিবিদকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ভাবা হয়।
তুর্কি গণমাধ্যমের খবর, দুর্নীতি ও সন্ত্রাসবাদের সঙ্গে যোগসূত্রের অভিযোগে এক তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে, ইমামোগলুসহ প্রায় ১০০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। মেয়রকে গ্রেফতারের পর ইস্তাম্বুলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি, চারদিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে যেকোনো সভা-সমাবেশ।
এর আগে, মঙ্গলবার উচ্চশিক্ষা কাউন্সিলের নিয়মাবলীতে অনিয়মের অভিযোগ তুলে মেয়র ইমামোগলুর ডিপ্লোমা বাতিল করে তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়। এতে করে হুমকির মুখে পড়ে গেছে আসন্ন ২০২৮ প্রেসিডেন্ট নির্বাচনে ইমামোগলুর প্রতিদ্বন্দ্বিতা করা। কেননা, তুরস্কের সংবিধান অনুসারে, প্রেসিডেন্ট প্রার্থীদের অবশ্যই উচ্চ শিক্ষার ডিগ্রি থাকতে হবে।