শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন

রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে পোল্যান্ডে হামলা

প্রতিনিধির / ২৩৫ বার
আপডেট : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে পোল্যান্ডে হামলা
রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে পোল্যান্ডে হামলা

রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন সীমান্তবর্তী ন্যাটো সদস্য রাষ্ট্র পোল্যান্ডে হামলার খবর পাওয়া গেছে। এতে এখন পর্যন্ত দুইজন নিহত হয়েছেন।এ নিয়ে মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের বৈঠক ডাকে দেশটির সরকার।দেশটির সরকারের একজন মুখপাত্র বলেন, এ হামলা রাশিয়া চালিয়েছে কি না এখনও নিশ্চিত নয়। তিনি বিস্ফোরণে দুইজন নিহতের খবর নিশ্চিত করেছেন।

পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা সাংবাদিকদের বলেন, ক্ষেপণাস্ত্র কে বা কারা ছুড়েছে এখনও সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। এ মুহূর্তে আমাদের কাছে কোনও চূড়ান্ত প্রমাণ নেই… এটি সম্ভবত রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র ছিল, এর তদন্ত চলছে।বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের পূর্বাঞ্চলের একটি খামারে দুটি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। তবে এই হামলা রাশিয়া চালিয়েছে কিনা তা এখনও নিশ্চিত করেনি পোল্যান্ড কর্তৃপক্ষ। এ নিয়ে তদন্ত শুরু করেছে দেশটি।

এদিকে পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার খবরে নড়েচড়ে বসেছে সামরিক জোট ন্যাটো। জোটের এক কর্মকর্তা সিএনএনকে জানান, এ ঘটনায় খতিয়ে দেখতে পোল্যান্ডের সঙ্গে গভীরভাবে সমন্বয় করছে ন্যাটো।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ