শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন

দীর্ঘ বিরতির পর কাজে ফিরছেন অভিনেত্রী আফসান আরা বিন্দু

প্রতিনিধির / ২৪৮ বার
আপডেট : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
দীর্ঘ বিরতির পর কাজে ফিরছেন অভিনেত্রী আফসান আরা বিন্দু
দীর্ঘ বিরতির পর কাজে ফিরছেন অভিনেত্রী আফসান আরা বিন্দু

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফেরা প্রসঙ্গে কথাগুলো বলেন অভিনেত্রী আফসান আরা বিন্দু। প্রায় ৮ বছর পর কাজে ফিরছেন এই অভিনেত্রী

 

‘কাজটি ভালোভাবে শুরু করতে চাই। অনেকদিন পর কাজে ফিরছি, দর্শকদের মধ্যে কাজ দিয়ে পৌঁছাতে পারব ভেবে আবেগটাও অনেক বেশি কাজ করছে। এখন শুধু অপেক্ষা দর্শকদের কাছে কাজটি পৌঁছানোর।’জানা গেছে, একটি ওয়েব ফিল্মে অভিনয় করবেন তিনি। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় নাম ঠিক না হওয়া এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। এই ওয়েব ফিল্মের মাধ্যমে ওটিটি যাত্রা শুরু হচ্ছে এই নায়কের।

আরিফিন শুভ বলেন, ‘সবাই মিলে ভালো একটা কাজ শুরু করছি। কন্টেন্টের গল্প নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে আমরা চেষ্টা করব আমাদের দিক থেকে শতভাগ ভালো একটা কাজ দর্শকদের উপহার দেওয়ার। বাকিটা সৃষ্টিকর্তা ও দর্শকদের ওপর নির্ভর করবে।’জানা গেছে, আগামীবছর ভালোবাসা দিবসে মুক্তি পাবে সিনেমাটি। কিছুদিনের মধ্যেই শুরু হবে সিনেমাটির চিত্রধারণ। রোমান্টিক জনরার এ সিনেমাটি ৯০ মিনিট ব্যাপ্তির হবে। যাদের জীবনে এমন ভালোলাগার মুহূর্ত ঘটেছে তারা নিজের জীবনকে সম্পৃক্ত করতে পারবেন এই গল্পের মাধ্যমে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ