শিরোনাম:
মালয়েশিয়ায় ৪ বাংলাদেশি এজেন্টকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ ফিলিস্তিনের এক শিক্ষার্থীকে আটক করেছে ট্রাম্প প্রশাসন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করায় গাজীপুরে ট্রাক ও সিএনজির সংঘর্ষে তিনজনের মৃত্যু ২৪ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মার্ক কারনি গেল তিন মাসে ব্যাংকের হিসাব পেরেছে পাঁচ হাজার কোটি টাকায় মারা গেছেন এপেক্স গ্রুপের চেয়ারম্যান মঞ্জুর এলাহী শ্রীপুরে আছিয়ার দাফন সম্পন্ন উত্তরপ্রদেশে হোলির আগে ঢেকে দেয়া হয়েছে দশটি মসজিদ বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্পেশাল পাস দিবে মালয়েশিয়া ইরানের জ্বালানি মন্ত্রীর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন

ইউক্রেনে বৃহত্তম ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া

প্রতিনিধির / ২৪১ বার
আপডেট : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
ইউক্রেনে বৃহত্তম ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া
ইউক্রেনে বৃহত্তম ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া

ইউক্রেন যুদ্ধ শুরুর পর দেশটিতে অন্যতম বৃহত্তম ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ পুরোপুরি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। দেশজুড়ে ‘জরুরি ব্ল্যাকআউট’ বাস্তবায়ন করতে বাধ্য হয়েছে ইউক্রেন।

ইউক্রেনের কর্মকর্তারা জানান, মধ্যাঞ্চলীয় শহর ক্রেভই রিয়াতে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাতে তিন জন ও দক্ষিণাঞ্চলীয় শহর খারসনে রুশ গোলাবর্ষণে একজন নিহত হয়েছে।রাশিয়ার অধিকৃত পূর্ব ইউক্রেনের রুশপন্থী ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের গোলাবর্ষণে ১২ জন নিহত হয়েছে।

শুক্রবার রাতে দেওয়া এক ভিডিও বক্তৃতায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি বলেছেন, আরো বেশ কয়েকবার ব্যাপক হামলা চালানোর মতো পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র রাশিয়ার আছে। এমন মন্তব্যের পর তিনি পশ্চিমা মিত্রদের কিয়েভকে আরো বেশি ও উন্নত আকাশ প্রতিরক্ষা সিস্টেম সরবরাহ করার আহ্বান জানিয়েছেন। ইউক্রেন পাল্টা হামলা চালানো মতো ‘যথেষ্ট শক্তি’ রাখে বলে দাবি করেছেন তিনি।কিয়েভ বৃহস্পতিবার সতর্ক করে বলেছিল, আগামী বছরের প্রথমদিকে সর্বাত্মক হামলা চালানোর নতুন পরিকল্পনা করেছে রাশিয়া।

রাশিয়ার ছোড়া ৭৬টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৬০টি গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে ইউক্রেনের সেনাবাহিনীর প্রধান দাবি করেছেন। তবে দেশটির জ্বালানিমন্ত্রী বলেছেন, অন্তত ৯টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।রাশিয়ার দাবি, ইউক্রেনকে সামরিকভাবে নিস্ক্রিয় করতে এসব হামলা চালানো হচ্ছে। তবে ইউক্রেন এসব হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে দাবি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ