ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউরোপের মধ্যে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সব থেকে শক্তিশালী হবে। এটা তার দেশসহ ইউরোপের নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করবে।শনিবার রাত্রীকালীন বক্তব্যে জেলেনস্কি এই মন্তব্য করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ইউরোপের মধ্যে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সব থেকে শক্তিশালী হবে। আর এটা শুধু ইউক্রেন নয়, সমগ্র ইউরোপমহাদেশের নিরাপত্তার গ্যারান্টি হবে।
ইউক্রেন যুদ্ধের শুরু থেকে দেশটির পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। অস্ত্র, অর্থ— সব দিক থেকেই ইউক্রেনকে সাহায্য করছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এই সাহায্য অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার ঘোষণা দিয়েছে। এ ছাড়া গোলা, ট্যাংক ও রকেটলঞ্চার পাচ্ছে দেশটি। সব মিলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৮৫ কোটি মার্কিন ডলারের সাহায্য পাচ্ছে ইউক্রেন।
জেলেনস্কি বলেন, চলতি বছর (সদ্য বিদায়ী বছর) আমরা শুধু আমাদের আকাশ রক্ষা করিনি বরং আমরা প্রতিরক্ষাব্যবস্থা অধিক শক্তিশালী করেছি। তবে নতুন বছরে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা অধিক শক্তিশালী হবে।
উল্লেখ্য, শনিবারও রাশিয়া ইউক্রেনে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউক্রেনের শসস্ত্র কর্মকর্তারা তাদের বিমান প্রতিরক্ষা কর্মকর্তাদের প্রশংসা করেছেন। সেনাবাহিনী জানিয়েছে, ইউক্রেনে নিক্ষেপ করা রাশিয়ার ২০ ক্ষেপনাস্ত্রের ১২টি তারা ভূপাতিত করতে সক্ষম হয়েছেন।ইউক্রেনের প্রধানমন্ত্রী দেনিস সিমিহাল টেলিগ্রামে এক বার্তায় বলেছেন, ‘ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাবাহিনী হিরো এবং আমাদের আকাশের সত্যিকারের ঢাল। আমরা তাদের ধন্যবাদ জানাই।’