ভক্তদের চমকে দিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। বিয়ে করে ফেলেছেন অভিনেত্রী! এই বছরের ৬ জানুয়ারি কোর্টে বিয়ের কাগজপত্র জমা দেওয়ার সময় তোলা নিজেদের আবেগঘন একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। স্বারার স্বামীর নাম ফাহাদ আহমেদ। তিনি একজন রাজনীতিবিদ। সমাজবাদী পার্টির রাজ্য যুব সভাপতি তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের বিষয়টি প্রকাশ করে স্বরা তাদের সম্পর্ক সমন্বিত একটি ভিডিও মন্টেজ শেয়ার করেছেন। রাজনৈতিক কোনো এক অনুষ্ঠানে দুজনের দেখা হওয়া থেকে শুরু করে একে অপরের টুইট নিয়ে আলোচনা, একসঙ্গে একটি পোষা বিড়াল দত্তক নেওয়া এবং গতমাসে বিয়ে পর্যন্ত বিভিন্ন ক্লিপ দিয়ে ভিডিও মন্টেজটি তৈরি।বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ভিডিওটি শেয়ার করে স্বরা একটি টুইট করেছেন। ক্যাপশনে লিখেছেন, “কখনও কখনও আমরা এমন কিছুর জন্য বহুদূরে অনুসন্ধান করি যা আমাদের পাশে ছিল। আমরা প্রেম খুঁজছিলাম, কিন্তু আমরা প্রথমে বন্ধুত্ব খুঁজে পেয়েছি এবং তারপর আমরা একে অপরকে খুঁজে পেয়েছি!” এরপর স্বামী ফাহাদকে মেনশন করে অভিনেত্রী লিখেছেন, ‘আমার হৃদয়ে স্বাগতম।’
এদিকে অভিনেত্রীর বিয়ের ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নব-দম্পতিকে শুভেচ্ছাবার্তা জানাচ্ছেন সকলে। বলিউডের তারকা সহকর্মীরাও জানাচ্ছেন অভিনন্দন।গত মাসে, স্বরা ভাস্কর নিজের প্রেম সম্পর্কে একটি রহস্যময় পোস্ট শেয়ার করেছিলেন। একজন পুরুষের বাহুতে মাথা রেখে একটি ছবি শেয়ার করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তখন থেকেই বেশ আলোচনায় ছিলেন অভিনেত্রী। কে সেই ব্যাক্তি, তা নিয়ে আগ্রহের কমতি ছিলো না সকলের। তবে নিজের প্রেমিক সম্পর্কে বিস্তারিত কিছুই জানাননি স্বরা। অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের বিয়ের খবর প্রকাশ্যে এনে চমকে দিলেন স্বরা!