অস্কারের জন্য মনোনিত হয়েছে আর আর আর এর গান নাটু নাটু
২৪ জানুয়ারি ঘোষণা করা হলো ৯৫তম একাডেমি পুরস্কারের মনোনয়ন তালিকা। অস্কারের মনোনয়ন ঘোষণা করেছেন অভিনেতা রিজ আহমেদ এবং অ্যালিসন উইলিয়ামস।৯৫তম অ্যাকাডেমিক অ্যাওয়ার্ডের জন্য মনোনিত হয়েছে আর আর আর এর গান নাটু নাটু। সেরা মৌলিক গানের জন্য এই গান ইতিমধ্যেই গোল্ডেন গ্লোব জিতেছে। এবার অস্কারের জন্য মনোনয়ন পেল এই গান।
এই অ্যাওয়ার্ড জিতলে ভারতীয় অস্কার বিজয়ীদের তালিকায় যোগ হবে সুরকার এমএম কিরাভানির নামও। অস্কাররের জন্য এর আগেও মাদার ইন্ডিয়া, সালাম বোম্বে এবং লাগান সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের জন্য মনোনীত হয়েছিল।১২ মার্চ লস অ্যাঞ্জেলেসে ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে। চ্যাট শো হোস্ট জিমি কিমেল তৃতীয়বারের মতো একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের হোস্ট করবেন।