শিরোনাম:
গাজায় যুদ্ধবিরতি লংঘন করে ইসরাইলের সিরিজ বোমা হামলা গাইবান্ধায় ১০ বছরের শিশু ধর্ষণে অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার গাজীপুরে নারী শ্রমিক নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকেরা জনগণ মুখ ফিরিয়ে নেয়ার আগেই নির্বাচন দেয়ার আহবান জানিয়েছে বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে আলমগীর হোসেন নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার বাংলাদেশের পরিস্থিতি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র সরকারের নতুন প্রকল্পে জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ হচ্ছে রেমিটেন্সের নামে ৭৩০ কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন এক করদাতা ট্রাম্প-পুতিন খুব শীঘ্রই ইউক্রেন ও রাশিয়া যুদ্ধ বন্দে কথা বলবেন ফুরফুরা শরীফের ইফতারে মমতা
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০১:১৩ অপরাহ্ন

ইসরায়েল–হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলা

প্রতিনিধির / ১০৪ বার
আপডেট : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে এসব হামলা চালানো হয়। এরই মধ্যে কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। পূর্ব ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এনএনএ জানিয়েছে, দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলে ইসরায়েলি যুদ্ধবিমান আধা ঘন্টার মধ্যে ৮০টিরও বেশি হামলা চালিয়েছে। দক্ষিণের তাইয়ের এলাকায়ও হামলা হয়েছে। এ ছাড়া পূর্ব লেবাননের বেকা অঞ্চলেও হামলা চালানো হয়েছে।

এর আগে গতকাল রোববার ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সীমান্তে বড় ধরনের পাল্টাপাল্টি হামলা হয়। ইসরায়েলি বাহিনী বিমান থেকে বোমা হামলা চালায়। অপরদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট ছোড়ে হিজবুল্লাহ। ইসরায়েলের ড্রোন হামলার পর হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে ১৫০টি রকেট নিক্ষেপ করে। এসব রকেট হামলায় ইসরায়েলে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

অপরদিকে ইসরায়েল দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর হাজার হাজার রকেট লঞ্চার ধ্বংসের দাবি করেছে। হামলায় লেবাননে কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

গত প্রায় এক বছর ধরে চলা গাজা যুদ্ধের মধ্যে প্রায়ই লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের সীমান্তে সংঘাত ও হতাহতের খবর পাওয়া যায়। তবে সবশেষ পরিস্থিতিতে গোটা মধ্যপ্রাচ্যেই সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

এদিকে ইসরায়েলি বাহিনী গাজায় হামলা অব্যাহত রেখেছে। দেইর এল-বালাহ শহরে হামলায় একজন মা ও তাঁর চার সন্তান নিহত হয়েছে। এ ছাড়া আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে দুটি পৃথক হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত প্রায় এক বছরের ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ