শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন

ক্তরাষ্ট্রকে ছাড়া ফিনল্যান্ড ও ইউরোপ সমস্যায় পড়তে পারে : ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

প্রতিনিধির / ২২১ বার
আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
ক্তরাষ্ট্রকে ছাড়া ফিনল্যান্ড ও ইউরোপ সমস্যায় পড়তে পারে : ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী
ক্তরাষ্ট্রকে ছাড়া ফিনল্যান্ড ও ইউরোপ সমস্যায় পড়তে পারে : ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

ইউক্রেনকে সবচেয়ে বেশি সামরিক সহায়তা প্রদান করছে যুক্তরাষ্ট্র। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর ১৮.৬ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে দ্বিতীয় বৃহত্তম দাতা হলো ইউরোপীয় ইউনিয়ন, এরপর যুক্তরাজ্য। তবে তাদের দেওয়া সহায়তা যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক কম।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ইউরোপ ‘যথেষ্ট শক্তিশালী নয়’। যুক্তরাষ্ট্রের সমর্থনের ওপর নির্ভর করতে হয়েছে তাদের।

ন্যাটো সামরিক জোটে যুক্ত হওয়ার অপেক্ষায় থাকা ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া সফরকালে বলেছেন, ইউরোপের প্রতিরক্ষা অবশ্যই জোরদার করতে হবে। ইউরোপ এখন যথেষ্ট শক্তিশালী নয় বলেও মন্তব্য করেছেন তিনি।সে ক্ষেত্রে সান্না মারিন মনে করেন, যুক্তরাষ্ট্রকে ছাড়া ফিনল্যান্ড ও ইউরোপ সমস্যায় পড়তে পারে।

ইউক্রেনকে সহায়তা দেওয়ার সঙ্গে সঙ্গে ইউরোপীয় দেশগুলোর সামরিক ভাণ্ডার কমে গেছে। সান্না মারিন বলেছেন, ইউরোপীয় প্রতিরক্ষা শক্তিশালী করতে আরো কিছু পদক্ষেপ দরকার।

সিডনিতে শুক্রবার কথা বলার সময় সান্না মারিন বলেন, ইউক্রেনকে প্রচুর অস্ত্র, প্রচুর আর্থিক সাহায্য, প্রচুর মানবিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। অথচ ইউরোপ এখনো যথেষ্ট শক্তিশালী নয় বলেও মনে করেন তিনি।তিনি এটাও বলেছেন যে, ইউরোপকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে ইউরোপীয় প্রতিরক্ষার বিষয়টি এলে এখানকার প্রতিরক্ষাশিল্পের ক্ষেত্রে এই সক্ষমতা তৈরি করতে হবে; আমরা যেন বিভিন্ন ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে পারি।এর আগে মার্কিন প্রেসিডেন্ট থাকা অবস্থায় ডোনাল্ড ট্রাম্প প্রায়ই বলতেন, ন্যাটো জোটে ইউরোপের দেশগুলো যথেষ্ট খরচ করতে পারছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ