চীনের সঙ্গে সাগরে মহড়ায় অংশ নিবে রাশিয়ার যুদ্ধজাহাজ
চীনের সঙ্গে সাগরে মহড়ায় অংশ নিবে রাশিয়ার যুদ্ধজাহাজ। আল জাজিরার খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে দেশ দুটোর মধ্যে ক্রমশ গভীর প্রতিরক্ষার বন্ধন লক্ষ্য করা যাচ্ছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব চীন সাগরে বুধবার শুরু হতে যাওয়া মহড়ায় ভ্যারিয়াগ মিসাইল ক্রুজার, দ্য মার্শাল শাপোসিনিকভ ডেস্ট্রয়ার এবং প্যাসিফিক অঞ্চলের দুটো কর্ভেটস অংশ নিবে।ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, মহড়ায় চীনের নৌবাহিনী যুদ্ধজাহাজ এবং সাবমেরিন মোতায়েন করবে।