ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক মিত্র তার পদ থেকে পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের উপ-প্রধান কিরিলো তিমোশেঙ্কো, তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য জেলেনস্কিকে অনুরোধ করেছেন।
বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে তিনি লিখেছেন, আমি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ধন্যবাদ জানাই, আমার প্রতি আস্থার জন্য এবং প্রতিদিন এবং প্রতি মিনিটে ভালো কাজ করার সুযোগের জন্য। তবে ঠিক কী কারণে তিমোশেঙ্কো পদত্যাগ করছেন তার বিস্তারিত কিছু জানাননি।২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে আজ পর্যন্ত টানা ৩৩৫ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।