ঝিনাইদহে পাওনা টাকা আদায় নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ১৪ জন আহত হয়েছে। এতে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বুধবার সকালে শৈলকুপা উপজেলার বাইরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মন্টু মোল্লা একই গ্রামের লিখন হোসেনর কাছে এক হাজার টাকা পেত। গতরাতে টাকা চাওয়া নিয়ে বাক-বিতণ্ডা, পরে সকালে অস্ত্র নিয়ে দুইপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে অন্তত ১৪ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাদের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। গুরুতর আহত একজনকে নেয়া হয়েছে ফরিদপুর মেডিকেলে। এলাকায় থমথমে অবস্থা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুম খান জানান, এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে । এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।