বুধবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, হামলায় বেশ কয়েকজন বেসামরিক লোক নিহত হয়েছে।
রাশিয়া ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে। বুধবার (০৭ ডিসেম্বর) দোনেৎস্কে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। রেডিও ফ্রি ইউরোপের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।পশ্চিমাদের প্রতি হুঁশিয়ারি দিয়ে প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, পারমাণবিক যুদ্ধের হুমকি আগের চেয়ে বেশি। একই সঙ্গে তিনি ইউক্রেনে চলমান যুদ্ধ দীর্ঘায়িত করার ইঙ্গিত দেন।
হামলায় একটি বাজার, গ্যাস স্টেশন ও বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রাশিয়া এই হামলার বিষয়ে এখনো কিছু জানায়নি।এই দিনে দোনেৎস্কের বাখমুত শহরে রাশিয়ান বাহিনী ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। কিয়েভ রুশ সেনাদের লক্ষ্য করে গোলাবর্ষণ ও রকেট হামলার ভিডিও প্রকাশ করেছে।
এতে রুশ বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়। পুতিনের বাহিনী সম্প্রতি ওই অঞ্চলে অভিযান জোরদার করেছে। ইউক্রেন নিয়ন্ত্রিত এলাকায় ড্রোন নজরদারি বাড়ানো হয়েছে।এ অবস্থায় রাশিয়ার ২০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন। ইইউ নবমবারের মতো রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে।