ভারতে এক ইসরাইলিসহ দুই নারীকে ধর্ষণের ঘটনায় জড়িত অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে কর্নাটকের একটি খালের কাছে এই ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন জড়িত বলে জানিয়েছে কর্ণাটক পুলিশ। পলাতক তৃতীয় অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।কপাল শহরে এই দুই নারীর সঙ্গে আমেরিকান সহ তিন পুরুষ পর্যটকও ছিল।
প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায়, একটি মোটরবাইকে চড়ে তিনজন ওই পর্যটকদের কাছে অর্থ দাবি করেছে। এরপর বাকবিতণ্ডার জেরে একপর্যায়ে তিন পুরুষ পর্যটককে নিকটবর্তী একটি হ্রদে ফেলা দেয়া হয়। পরে ধর্ষণ করা হয় ওই দুই নারীকে। এ ঘটনায় তিন পর্যটকের মধ্যে একজনের মরদেহ হ্রদ থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যম।
এ বিষয়ে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিন আসামির মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। যা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, এমনটি হওয়া উচিত নয়।