গত এক বছরের মধ্যে চলতি ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে সবচেয়ে বেশি হারে রুশ সেনা নিহত হচ্ছেন। ইউক্রেনের এক পরিসংখ্যানে এমন তথ্য পাওয়া গেছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা দপ্তর সম্প্রতি ওই হিসাব প্রকাশ্যে এনেছে।ইউক্রেনের এ হিসাবের সত্যতা যাচাই করা যায়নি। তবে যুক্তরাজ্য বলছে, এ পরিসংখ্যান যথার্থ বলে মনে হচ্ছে।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে রাশিয়া। ইউক্রেন প্রকাশিত তথ্য বলছে, ওই অভিযান শুরুর প্রথম সপ্তাহ থেকে শুরু করে গত জানুয়ারি পর্যন্ত দিনে যে সংখ্যক রুশ সেনা মারা গেছেন, তার তুলনায় চলতি ফেব্রুয়ারিতে অনেক বেশি সেনা মারা যাচ্ছেন। এ মাসে প্রতিদিন ৮২৪ জন করে রুশ সেনা নিহত হচ্ছেন।ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের (এনএসডিসি) সেক্রেটারি ওলেকসি দানিলভ বলেন, রাশিয়া বড় ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে। তিনি মনে করেন, ইউক্রেনের সেনারা খুব শক্তভাবে রুশ হামলা প্রতিহত করছে।
গত সপ্তাহে ইউক্রেনের বিদায়ী প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ বলেছেন, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার অভিযানের বর্ষপূর্তিকে ঘিরে নতুন একটি রুশ হামলার আশঙ্কা করছেন তারা।ইউক্রেনের পূর্বাঞ্চলে বাখমুত এলাকা ঘিরে ব্যাপক লড়াই চলছে। রবিবার রাশিয়ার ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, তার বাহিনী বিধ্বস্ত শহরটির কাছে একটি বসতির দখল নিয়েছে।