রাষ্ট্রপতি শাসন জারির পরেও আবারও উত্তপ্ত ভারতীয় রাজ্য মনিপুর। উপজাতি অধ্যুষিত পার্বত্য অঞ্চলে কুকি সম্প্রদায়ের ডাকে রবিবার থেকে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট। যা ঘিরে সহিংসতা ছড়িয়েছে রাজ্যের বিভিন্ন স্থানে।
কাংপোকপি জেলায় পুলিশের সঙ্গে কুকি বিক্ষোভকারীদের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন একজন। আহত হয়েছেন অন্তত ৪০ জন, যাদের মধ্যে রয়েছেন পুলিশ সদস্য ও একাধিক নারী। খবর টাইমস অব ইন্ডিয়ার।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সহিংসতাপ্রবণ এলাকাগুলোয় মোতায়েন করা হয়েছে বাড়তি সেনা। ৪৮ ঘণ্টার অভিযানে আটক করা হয়েছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কমপক্ষে ১৭ জনকে।