শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন

হাই-ডি-হাই অভিনেত্রী রুথ ম্যাডোক মারা গেছেন

প্রতিনিধির / ২৪৩ বার
আপডেট : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
হাই-ডি-হাই অভিনেত্রী রুথ ম্যাডোক মারা গেছেন
হাই-ডি-হাই অভিনেত্রী রুথ ম্যাডোক মারা গেছেন

‘হাই-ডি-হাই’ অভিনেত্রী রুথ ম্যাডোক মারা গেছেন। তার বয়স ৭৯ বছর। তার এজেন্ট ও প্রতিভা অন্বেষন সংস্থা ‘বেলফিল্ড অ্যান্ড ওয়ার্ড লিমিটেড’ বলেছ, এক সপ্তাহ আগে হঠাৎ পড়ে গিয়ে ম্যাডক গুরুতর আহত হন। শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে অস্ত্রোপচারের পর তিনি মারা যান।

১৯৮০’র দশকের হলিডে ক্যাম্প সিটকম হাই-ডি-হাইতে গ্ল্যাডিস পুঘের চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হন এই অভিনেত্রী।তাকে ব্রিটিশ বিনোদন দৃশ্যের সত্যিকারের কিংবদন্তি হিসেবে বর্ণনা করে এজেন্ট ও প্রতিভা অন্বেষন সংস্থা ‘বেলফিল্ড অ্যান্ড ওয়ার্ড লিমিটেড’ বলেছে ‘তিনি খুব তাড়াতাড়ি চলে গেছেন।’টিভি নাটক ‘হাই-ডি-হাই’ছাড়াও ‘দ্য অ্যাডভেঞ্চার গেইম’, ‘লিটল ব্রেইন’, ‘ডক্টরসও’, ‘বেনিডর্ম’ এর মতো নাটকেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন এ অভিনেত্রী।

মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।এছাড়া অভিনেত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন টিভি ও চলচ্চিত্র অঙ্গনের তারকারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ