শিরোনাম:
গাইবান্ধায় ১০ বছরের শিশু ধর্ষণে অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার গাজীপুরে নারী শ্রমিক নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকেরা জনগণ মুখ ফিরিয়ে নেয়ার আগেই নির্বাচন দেয়ার আহবান জানিয়েছে বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে আলমগীর হোসেন নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার বাংলাদেশের পরিস্থিতি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র সরকারের নতুন প্রকল্পে জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ হচ্ছে রেমিটেন্সের নামে ৭৩০ কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন এক করদাতা ট্রাম্প-পুতিন খুব শীঘ্রই ইউক্রেন ও রাশিয়া যুদ্ধ বন্দে কথা বলবেন ফুরফুরা শরীফের ইফতারে মমতা লালমনিরহাট সীমান্তে আবারো কাঁটাতার বেড়া দেয়ার চেষ্টা করেছে বিএসএফ বাধা দিয়েছে বিজিবি
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ

প্রতিনিধির / ১৯ বার
আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বুধবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজ থেকে দেয়া এক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দেন তিনি।

রাত সাড়ে ৮টার দিকে ফেসবুক পোস্টে তিনি লিখেন, সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে সবসময় সমর্থন করেছেন।

তিনি আরও লিখেন, আমার বাবা-মা, আমার শ্বশুর-শাশুড়ি, বিশেষ করে আমার শ্বশুর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমার ভাই এমদাদ উল্লাহকে অনেক ধন্যবাদ, যিনি ছোটবেলা থেকেই আমার কোচ এবং পরামর্শদাতা হিসেবে আমার পাশে থেকেছেন। পরিশেষে আমার স্ত্রী এবং সন্তানদের ধন্যবাদ, যারা কঠিন সময়ে আমার পাশে থেকেছেন। আমি জানি লাল-সবুজ জার্সিতে রাইদ আমাকে মিস করবে।সবশেষে তিনি বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা জানান।

৫০ টেস্ট, ২৩৯ ওয়ানডে ও ১৪১ টি-টোয়েন্টিসহ মোট ৪৩০ আন্তর্জাতিক ম্যাচ খেলেও একটু যেন অতৃপ্তি নিয়ে অবসর ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ। তিন ফরম্যাটে তার রান সংখ্যা যথাক্রমে ২ হাজার ৯১৪, ৫ হাজার ৬৮৯ ও ২ হাজার ৪৪৪ রান। তিন ফরম্যাটে তার সেঞ্চুরির সংখ্যা ৯টি, হাফসেঞ্চুরি রয়েছে ৫৬টি।

২০০৭ সালের জুলাইতে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে অভিষেক ঘটে ওয়ানডে ফরম্যাটে। সবশেষ ম্যাচটি খেলেন চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। একই বছরের ১ সেপ্টেম্বর কেনিয়ার বিপক্ষে নাইরোবিতে অভিষেক ঘটে টি টোয়েন্টি ফরম্যাটে। সবশেষ ম্যাচ খেলেন ভারতের বিপক্ষে হায়দরাবাদে ২০২৪ সালের অক্টোবরে। ক্রিকেটের বনেদি ফরম্যাটে টেস্টে অভিষেক ঘটে ২০০৯ সালে ৯ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংসটাউনে। জিম্বাবুয়ের বিপক্ষে ২০২১ সালের ৭ জুলাই হারারেতে শেষ ম্যাচ খেলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ