লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে একটি যুদ্ধ বিরোধী চুক্তি করেছে ইজরাইলি মন্ত্রিসভা। যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘নীতিগত’ অনুমোদন দেয়ার পর সিএনএন-কে এই তথ্য জানান নেতানিয়াহুর মুখপাত্র।
ব্রিটিশ সংবাদ মাধ্যমের জানা গেছে, ইসরাইল এবং ইরান সমন্বিত গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে লড়াই শেষ করতে যুক্তরাষ্ট্র ৬০দিনের যুদ্ধ বিরোধী প্রস্তাব দিয়েছে। এতে দক্ষিণ লেবানন থেকে স্টাইলি বাহিনী প্রত্যাহার এবং ওই এলাকায় হিজবুল্লাহ উপস্থিতির অবসানের বিষয়টি রয়েছে বলে জানা গেছে।
দুই পক্ষের মধ্যকার যুদ্ধবিরতি আলোচনার বিষয়ে জানাশোনা আছে এমন সূত্রগুলো বলেছে, আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। তবে তারা এ-ও স্বীকার করেছেন যে ইসরায়েল ও হিজবুল্লাহ একে অপরের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। তাই সামান্য ভুলে আলোচনা ভেস্তে যেতে পারে।
তবে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একে গুরুতর ভুল বলে অভিহিত করেছেন। তিনি বলেণ, এখন হিজবুল্লাহকে সামরিকভাবে পেছনের দিকে নিয়ে যাওয়া এবং ধ্বংস করার একটি ঐতিহাসিক সুযোগ।