চলতি বছর উত্তর কোরিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা কোরীয় উপদ্বীপে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। গত মাসে দেশটি তার সর্বশেষ উন্নত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।রোববার (১৮ ডিসেম্বর) দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। তবে ক্ষেপণাস্ত্রের ধরন শনাক্ত করা যায়নি। সিউলের সেনাসূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় রয়টার্স।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন, রোববার পূর্ব সাগরে একটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। এদিকে উত্তর কোরিয়া এর আগে উচ্চ ক্ষমতা সম্পন্ন কঠিন জ্বালানি ইঞ্জিন পরীক্ষা করেছে।দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এটিকে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বর্ণনা করেছে যা একটি নতুন ধরনের কৌশলগত অস্ত্র তৈরিতে ব্যবহার করা হবে। ২০০৬ সাল থেকে জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে।
গত মাসে ‘মনস্টার মিসাইল হোয়াসোং ১৭’ এর উৎক্ষেপণ দেখতে গিয়ে দেশটির নেতা কিম জং উন ঘোষণা দিয়ে জানান, তিনি চান উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক শক্তিতে পরিণত হোক।