শিরোনাম:
লালমনিরহাটে প্রতিবন্ধীকে ধর্ষণ করার অভিযোগে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা ট্রাক মোটরসাইকেল এবং অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে দুইজনের মৃত্যু রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে কুমিল্লায় এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা হঠাৎ বুকে ব্যথা নিয়ে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি আছেন সংগীত শিল্পী এ আর রহমান ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বোমা হামলায় ২৪ জনের মৃত্যু যুক্তরাষ্ট্রে টর্নেডোর তান্ডবে ৩৪ জনের মৃত্যু রাতারাতি হারিয়ে গেল জাম্বিয়ার কাফুয়ে নদী ঢাকা ছেড়েছেন জাতিসংঘের মহাসচিব সহায়তা চেয়ে এনবিআরকে বিজিবিএর ৫ প্রস্তাব
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৪:২১ অপরাহ্ন

ইরানে মজুদ ইউরেনিয়াম ৮৪ শতাংশে পৌঁছেছে

প্রতিনিধির / ২৪৪ বার
আপডেট : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
ইরানে মজুদ ইউরেনিয়াম ৮৪ শতাংশে পৌঁছেছে
ইরানে মজুদ ইউরেনিয়াম ৮৪ শতাংশে পৌঁছেছে

জাতিসংঘের পরমাণু সংক্রান্ত সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, কয়েক বছর ধরে ইরান যে ইউরেনিয়াম মজুদ করছে, তা এখন ৮৪ শতাংশে গিয়ে পৌঁছেছে। পরমাণু বোমা তৈরি করতে প্রয়োজন হয় ৯০ শতাংশ ইউরেনিয়াম। অর্থাৎ অস্ত্র তৈরি করার খুব কাছাকাছি পৌঁছে গেছে ইরান।

বিষয়টি নিয়ে আইএইএ ইরানের সঙ্গে আলোচনা শুরু করেছে বলে জানানো হয়েছে। তবে তেহরান এখনো পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেনি। ২০২১ সালে ইরান ৬০ শতাংশ ইউরেনিয়াম জমা করে ফেলেছিল। এর কিছুদিন পরই জানা যায়, পাহাড়ের মাঝখানে আরো একটি পরমাণু কেন্দ্র তৈরি করেছে ইরান। সেখানেও তারা ৬০ শতাংশ ইউরেনিয়াম জমা করে ফেলেছে। তবে ৮৪ শতাংশ ইউরেনিয়াম মজুদ করার বিষয়টি চলতি সপ্তাহেই সামনে এসেছে। এর থেকেই প্রমাণ হয়, অত্যন্ত দ্রুতগতিতে ইউরেনিয়াম জড়ো করার কাজটি চালাচ্ছে ইরান।

ইউরেনিয়াম মজুদ নিয়ে ইরান সম্পূর্ণ তথ্য দিচ্ছে না বলে বেশ কিছুদিন ধরেই অভিযোগ করছিল আইএইএ। দুটি কাসকেডের মধ্যে এই ইউরেনিয়াম মজুদ হয়েছে বলে জানানো হয়েছিল। কাসকেড দুটির মধ্যে যোগ আছে। ফলে ঠিক কত পরিমাণ ইউরেনিয়াম মজুদ হয়েছে সে বিষয়ে স্পষ্ট ধারণা করতে পারেনি পরমাণু সংস্থা।২০১৮ সালে পরমাণু চুক্তি ছেড়ে বেরিয়ে যায় ট্রাম্পের যুক্তরাষ্ট্র। তার পর থেকেই ধীরে ধীরে ইউরেনিয়াম মজুদ করতে শুরু করে ইরান। বাইডেন ক্ষমতায় আসার পর ইরানের সঙ্গে নতুন করে পরমাণু চুক্তির চেষ্টা হয়। কিন্তু ইরান জানায়, তাদের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা না তুললে তারা নতুন চুক্তিতে অংশ নেবে না। শেষ পর্যন্ত নতুন প্রক্রিয়াটি ভেস্তে যায়। তারই মধ্যে ইরান ৮৪ শতাংশ পরমাণু মজুদ করে ফেলায় আন্তর্জাতিক মহলে রীতিমতো আলোচনা শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ