ইরানে ইসরায়েলের বিমান হামলা নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ি। তাদের এই হামলাকে ‘শয়তানি’ বলে অভিহিত করেন তিনি। রোববার (২৭ অক্টেবার) ইসরায়েলের হামলায় ইরানি সশস্ত্র বাহিনীর নিহত চার সদস্যের পরিবারের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন তিনি। খবর আলজাজিরার।
খামেনেয়ি বলেন, ইসরায়েলি সরকার হামলার ক্ষয়ক্ষতিকে বড় করে দেখানোর চেষ্টা করছে। কিন্তু ইরানের ভেতরে কেউ যদি এটিকে ছোট করে দেখানোর চেষ্টা করে তাহলে সেটিও ভুল হবে।
তিনি বলেন, আমাদের জন্য এটি কিছুই নয় এবং এটি কোনো গুরুত্ব বহন করে না, এমনটি বলা ভুল হবে। ইহুদি সরকারের হিসাব-নিকাশের ভুল ভেঙে দিতে হবে। তারা ইরান, এর যুবসমাজ এবং এর জাতিকে জানে না। তারা এখনো ইরানি জাতির শক্তি, সক্ষমতা, উদ্ভাবন ও ইচ্ছাশক্তি সম্পূর্ণরূপে উপলব্ধি করতে সক্ষম হয়নি। আমরা তাদের এটি বুঝতে বাধ্য করব।
এ ছাড়া এই হামলার পর সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) হিব্রু ভাষায় একটি অ্যাকাউন্ট খোলেন খামেনেয়ি।
এর আগে শনিবার (২৬ অক্টেবার) ভোরে ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের গণমাধ্যমের দাবি, ওই হামলায় শতাধিক যুদ্ধবিমান প্রায় দুই হাজার কিলোমিটার উড়ে গিয়ে হামলায় অংশ নেয়।
পরে শনিবার রাতে ইরান জানায়, ইসরায়েলের হামলায় মোট চারজন ইরানি সেনা প্রাণ হারিয়েছেন। নিহতদের সবাই ইরানের সামরিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় কাজ করতেন। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা শনিবার (২৬ অক্টেবার) রাতে মৃত্যুর এই তথ্য জানায়। তবে এই চারজন দেশের কোথায় অবস্থানকালে নিহত হয়েছেন, তা জানায়নি বার্তা সংস্থাটি।