রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি কর ফাঁকি রোধ ও রাজনৈতিক সংস্কার নাহলে অর্থনৈতিক সংস্কার সম্ভব নয় বলে জানিয়েছে সিপিডি। বুধবার সকালে ধানমন্ডির সিপিডির কার্যালয়ে আয়োজিত বাংলাদেশ অর্থনীতি ২৪-২৫ সালের প্রথম অন্তর্বর্তীকালীন পর্যালোচনা শীর্ষক সংবাদ সম্মেলনে এমন কথা জানান।
সংবাদ সম্মেলনে সিপিডির নির্বাহী পরিচালক ডঃ ফাহমিদা খাতুন জানান জুলাই আগস্ট এর ছাত্র-জনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার কয়েকটি খাত ভিত্তিক সংস্কার মূলক কর্মসূচি সহ বেশ কিছু অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে। তবে জনগণের জীবনে ও ব্যবসা-বাণিজ্যে স্বস্তি আনার মতো উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। চাঁদাবাজি বন্ধ করতে না পারায় নিত্যপণ্যের দাম কমাতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার।
তবে বৈদেশিক মুদ্রা আহরণে আমদানি রপ্তানিতে ইতিবাচক পরিবর্তনের এসেছে উল্লেখ করে তিনি বলেন রেমিটেন্সের গতিতে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। তবে ইতিবাচক এ ধারা কতদিন থাকবে তা নিয়ে শঙ্কা রয়েছে।