শিরোনাম:
বাজেট স্থানীয় চাহিদা ভিত্তিক প্রকল্পে অগ্রাধিকার দেয়া হবে ঈদের ছুটিতে খোলা থাকবে কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন রাজবাড়ীতে একাধিক ছাত্রকে বলাৎকার চেষ্টা সেই মাদ্রাসা শিক্ষক গ্রেফতার গাজায় ইসরাইলি বর্বরতা হামলায় ৪৮ ঘণ্টায় ৪৩৬ জনের মৃত্যু চন্দ্রিমা উদ্যানের নাম পরিবর্তন করে জিয়া উদ্যান রাখার প্রজ্ঞাপন খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা ময়মনসিংহে ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত পুলিশের কল্যাণের জন্য প্রধান উপদেষ্টা পাঁচ নির্দেশনা দিয়েছে রোহিঙ্গাদের ডাটাবেজ নির্বাচন কমিশনকে দেবে ইউএনএইচসিআর সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন

জাতির কাছে ক্ষমা চাইলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব

প্রতিনিধির / ৯১ বার
আপডেট : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

প্রধান উন্নয়ন তহবিলের বিলিয়ন ডলারের আর্থিক কেলেঙ্কারির ঘটনায় জাতির কাছে ক্ষমা চাইলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। তার ক্ষমা চাওয়াকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার (২৫ অক্টোবর এক বিবৃতিতে স্বাগত জানান প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় তহবিল থেকে অর্থ সরানোর ঘটনায় নাজিব বর্তমানে কারাগারে আছেন।

২৪ অক্টোবর নিজের ব্যর্থতার দায় স্বীকার করে নাজিব রাজাক দাবি করেছেন, এই কেলেঙ্কারি তিনি শুরু করেননি বা এর ‘মাস্টারমাইন্ড’ তিনি নন। লিখিত বিবৃতি কুয়ালালামপুরের আদালত এলাকায় পাঠ করেন তার ছেলে মোহাম্মদ নিজার।

চিঠিতে নাজিব রাজাক বলেন, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী হিসেবে তার তত্ত্বাবধানে ওয়ানএমডিবির (মালয়েশিয়ার প্রধান উন্নয়ন তহবিল) বিপর্যয় ঘটেছে জেনে প্রতিদিনই তার কষ্ট হয়। এ জন্য তিনি মালয়েশিয়ার জনগণের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইছেন।

২০০৯ সালে প্রধানমন্ত্রী থাকাকালে দেশটির প্রধান উন্নয়ন তহবিল ‘ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ’ থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলারেরও বেশি আত্মসাতের অভিযোগ ওঠে। এর সঙ্গে উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং তাদের সহযোগীরা ছিলেন। সেখান থেকে ১০ মিলিয়ন ডলার গ্রহণের প্রমাণ পাওয়া যায় নাজিবের বিরুদ্ধে। এ নিয়ে কমপক্ষে ছয়টি দেশে দুর্নীতির তদন্ত হয়। পরে বিশ্বাস ভঙ্গ, ক্ষমতার অপব্যবহার ও মুদ্রাপাচারের অভিযোগে মামলা হয় নাজিবের বিরুদ্ধে।

২০২০ সালে মামলার রায়ে নাজিবকে ১২ বছরের কারাদণ্ড এবং ২১ কোটি রিংগিত জরিমানা করা হয়। পরে মালয়েশিয়ার সাবেক রাজার সভাপতিত্বে একটি ‘ক্ষমা বোর্ড’ এই সাজা অর্ধেক করে দেয়। পাঁচ বছর আগে শুরু হওয়া ওয়ানএমডিবির দুর্নীতি মামলায় নাজিবকে আত্মপক্ষ সমর্থন করতে হবে কিনা আগামী বুধবার সিদ্ধান্ত নেবে কুয়ালালামপুরের হাইকোর্ট।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ