ঝিনাইদহে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাইকে হত্যার দায়ে দুই ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে, তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী এ রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৪ মে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে অ্যাডভোকেট আনোয়ার হোসেন কদরকে হত্যা করা হয়। এরপর নিহতের স্ত্রী মাজেদা ইয়াসমিন বাদী হয়ে আদালতে মোট ৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত চলাকালে দুই আসামি আমিনুর ইসলাম কদু ও আক্তারুজ্জামান মধু ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই দণ্ডাদেশ দেন। অপর ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দেন।