ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় ইউনিটের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ফল প্রকাশ করেন ঢাবি ভিসি অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান।
শিক্ষার্থীরা admission.eis.du.ac.bd এই ওয়েব ঠিকানায় তাদের ফল দেখতে পারবেন। তাছাড়া সংক্ষিপ্ত বার্তার পরিষেবার (এসএমএস) মাধ্যমেও ফল দেখা যাবে।এসএমএস-এর মাধ্যমে ফল দেখতে ইংরেজিতে ‘ডিইউ’ লিখে একটি স্পেস দিয়ে ‘বিইউএস’ লিখতে হবে, এরপর আবারও সেপ্স দিয়ে পরীক্ষার্থীর রোল নম্বর দিতে হবে এবং তা ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ফল জানিয়ে দেয়া হবে।
১ হাজার ৫০টি আসনের বিপরীতে ৩৮ হাজার ২৩৫ জন শিক্ষার্থীর মধ্যে ৮ হাজার ৫২৬ জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।এ বছর সমন্বিত পরিবেশে ভর্তি পরীক্ষার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি ইউনিটে (বিজ্ঞান, বাণিজ্য ও কলা) সকল ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা অংশ নেয়।
ব্যবসায় অনুষদে মোট ১ হাজার ৫০টি আসনের মধ্যে ব্যবসায় বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯৩০টি, কলা বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৫টি এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯৫টি আসন বরাদ্দ করা হয়।সকল উত্তীর্ণ শিক্ষার্থীকে ১৮ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে বিষয় পছন্দের ফরম পূরণ করতে বলা হয়েছে।