সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬:০৮ পূর্বাহ্ন

প্রথম দিনে ভালো স্কোর পেয়েছে নিউজিল্যান্ড

প্রতিনিধির / ৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

নিউজিল্যান্ড-ইংল্যান্ড টেস্ট সিরিজের নতুন নামকরণ হয়েছে ক্রো-থর্প ট্রফি। দুই দেশের দুই কিংবদন্তি ব্যাটারের ব্যবহার করা ব্যাটের অংশ নিয়ে বানানো হয়েছে ট্রফি। বনেদিয়ানা কিংবা আভিজাত্যও রয়েছে ট্রফিটি জুড়ে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ক্রাইস্টচার্চে শুরু হয় সিরিজের প্রথম টেস্ট। টস জিতে স্বাগতিকদের ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। দিনশেষে কেন উইলিয়ামসনের নার্ভাস নাইন্টিজে সেঞ্চুরি মিস সত্ত্বেও দলগত ব্যাটিংয়ে ভালো সংগ্রহের পথে এগোচ্ছে কিউইরা।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় স্বাগতিক নিউজিল্যান্ড। দলীয় ৪ রানেই প্রথম উইকেটের পতন ঘটে তাদের। ব্যক্তিগত ২ রানে অ্যাটকিনসনের বলে তার হাতেই ক্যাচের শিকার হয়ে সাজঘরে ফেরেন কিউই ওপেনার ডেভন কনওয়ে। এরপর কেন উইলিয়ামসনকে নিয়ে ৫৮ রানের জুটি গড়েন অধিনায়ক টম ল্যাথাম।ব্যক্তিগত ৪৭ রানে ল্যাথাম আউট হলে ক্রিজে আসেন রচিন রবীন্দ্র। তারা দুজনে মিলে গড়েন ৬৮ রানের পার্টনারশিপ। এরপরের জুটিটা আরও ১ রান বেশি। রবীন্দ্রর বিদায়ের পর উইলিয়ামসন-ডিজে মিচেল মিলে দলীয় স্কোরবোর্ডে যোগ করেন আরও ৬৯ রান।

স্কোরবোর্ডে যখন ১৯৩ রানে ৩ উইকেট, তখন চা-বিরতিতে যায় দুদল। তবে দিনের শেষ সেশনটা নিজেদের করে নিয়েছে ইংলিশরা। উইলিয়ামসনসহ আরও ৩ ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখায় সফরকারী বোলাররা। একে একে বিদায় নেন ব্লান্ডেল-স্মিথ-হেনরি। ৮ উইকেটের বিনিময়ে ৩১৯ রানে দিন শেষ করে নিউজিল্যান্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ