গ্রেফতারের পর ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রৌদ্রিগো দুটেটরকে নেদারল্যান্ডের হেগের আন্তর্জাতিক আদালতে নেয়া হচ্ছে। মাদকবিরোধী অভিযান চালানোর সময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তাকে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত।
দুতের্তেকে মঙ্গলবার বিকেলের দিকে একটি বিমানে তোলা হয়। এদিকে তার মেয়ে ভেরোনিকা ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছেন, আমার বাবার স্বাস্থ্যগত বিষয়টি বিবেচনা না করে তারা তাকে জোর করে বিমানে করে নিয়ে যাচ্ছে।
রদ্রিগোর আরেক মেয়ে সারা দুতের্তে জানিয়েছেন, তার বাবাকে হেগে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি বলেছেন, আমি যখন এই বিবৃতিটি লিখছি। তাকে জোরপূর্বক আজ রাতে হেগে নিয়ে যাওয়া হচ্ছে। এটি কোনো ন্যায়বিচার নয়। এটি অত্যাচার নিপীড়ন। সারা দুতের্তে ফিলিপাইনের বর্তমান ভাইস প্রেসিডেন্ট।