ময়মনসিংহে গ্রেফতার আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) ৪ সদস্যসহ ১০ জনের নামে পৃথক দুটি মামলা হয়েছে। মামলায় ৩০ লাখ টাকা ১২ ভরি স্বর্ণালংকার জব্দ দেখানো হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে র্যাব-১১ এর সুবেদার হারুন অর রশিদ কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইন ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা করেন বলে জানিয়েছে পুলিশ।
আরসার যে ৪ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে, তারা হলেন– আসমত উল্লাহ বয়স ২৪, মো. হাসান বয়স ৪৩, মোছা. শাহিনা বয়স ২২ ও আরেক নারী।
এর আগে, গত রোববার দিবাগত রাত পৌনে ৩টার দিকে ময়মনসিংহের নতুন বাজার মোড়ের গার্ডেন সিটি বহুতল ভবনের ১০ তলার এ ব্লক থেকে এই ৪ জনকে আটক করা হয়।
পরদিন সোমবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমি পল্লি থেকে আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিসহ আরও কয়েকজনকে আটক করে র্যাব। যাদের বিরুদ্ধে সিদ্দিরগঞ্জ থানায় দুটি মামলা হয়।