শিরোনাম:
রংপুরে এক ধর্ষণকারী বোরখা পড়ে পালানোর সময় পুলিশের হাতে আটক খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্যের মৃত্যু কেন্দ্রীয় ছাত্রদল নেত্রীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ময়মনসিংহে গ্রেফতার আরসা সদস্যের বিরুদ্ধে র‍্যাবের২ মামলা কমলাপুর স্টেশনে কন্টেইনার ট্রেন লাইনচ্যুত বগুড়ায় ধর্মঘট প্রত্যাহার করেছে পরিবহন শ্রমিকরা রূপগঞ্জে যুবদলের গুলিতে আঘাতপ্রাপ্ত অটোরিকশাচালক মারা গেছে ইস্তাম্বুলের আলোচিত মেয়র ইমামোগলু গ্রেফতার মহাকাশ স্টেশনে নয় মাস আটকে থেকে পৃথিবীতে ফিরে এসেছেন নাসার দুই নভোচারী গাজায় পূর্ণ শক্তি নিয়ে আবারো যুদ্ধ শুরু করেছে ইসরায়েল
বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন

মাদারীপুরে বালু ব্যবসা জেরে কুপিয়ে হত্যার ঘটনায় আহত আরো একজনের মৃত্যু

প্রতিনিধির / ৮ বার
আপডেট : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

মাদারীপুরের খোয়াজপুরে মসজিদের ভেতরে কুপিয়ে হত্যার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আহত তাজেল হাওলাদার মারা গেছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই রাজু হাওলাদার। নিহত তাজেল মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর-টেকেরহাট গ্রামের আজিজুল হাওলাদারের ছেলে।

এলাকাবাসী জানায়, মাদারীপুর জেলা আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা হওয়ায় দুই ভাগে বিভক্ত ছিল জেলা আওয়ামী লীগ। এক পক্ষের নেতৃত্ব দিতেন সাবেক নৌ-পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এবং অপর পক্ষের নেতৃত্ব দিতেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম। এরই জেরে জেলা জুড়ে প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ছিল দুটি গ্রুপ। দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরে কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন বাহাউদ্দীন নাসিম সমর্থিত খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সরদার আর তার প্রতিপক্ষ হোসেন সরদার ছিলেন শাজাহান খান সমর্থিত আওয়ামী লীগ নেতা। ক্ষমতা থাকাকালীন সময়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সিন্ডিকেট ও খোয়াজপুর-টেকেরহাট বাজারের ইজারা দখল নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ দ্বন্দ্বের জেরে ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি দুপুরে খোয়াজপুর বাজারের মধ্যে প্রকাশ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে হোসেন সরদারের দুই পা ভেঙে দেন সাইফুল সরদার ও তার লোকজন। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

৫ আগষ্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর রদবদল করে স্থানীয় বিএনপি নেতা শাজাহান খান ওরফে শাজাহান মোহরীর সঙ্গে যোগ দেন হোসেন সরদার। পরে পা ভাঙার প্রতিশোধ ও পুরো সিন্ডিকেট দখলে নিতে মরিয়া হয়ে ওঠেন তিনি। এ নিয়ে মাসখানেক আগে দুই গ্রুপের মধ্যে হামলা ভাঙচুরেরও ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ