আগের ম্যাচে জিম্বাবুয়ের কাছে পরাজয় মেনেছিল পাকিস্তান। এবার জিম্বাবুয়ের বিরুদ্ধে ১০ উইকেটের বড় জয় পেয়ে সিরিজে সমতা এনেছে মোহাম্মদ রিজওয়ানের দল।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। পাকিস্তানের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি জিম্বাবুয়ের ব্যাটাররা। তারা মুখ থুবড়ে পড়েছে ১৪৫ রানে (৩২.৩ ওভারে)। জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ১৯০ বল হাতে রেখে জয় তুলে নিয়েছে পাকিস্তান।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করেন পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব। করেন ৬২ বলে ১৭ চার ও ৩ ছয়ে অপরাজিত ১১৩ রান। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি তার প্রথম সেঞ্চুরি। অন্যদিকে, ধীরেসুস্থে খেলে আবদুল্লাহ শফিক অপরাজিত ছিলেন ৪৮ বলে ৩২ রান করে।
এর আগে, জিম্বাবুয়ের শুরুটাও ভালো হয়নি। ২৩ রানে দ্বিতীয় উইকেট পড়লেও ডিওন মায়ার্স ও ক্রেইগ আরভিন প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু তৃতীয় উইকেট জুটিতে ৩৮ রান তোলার পর আউট হয়ে ফেরেন মায়ার্স। দলের ৬৮ রানে ফেরেন অধিনায়ক আরভিনও। জিম্বাবুয়ে শেষ ৬ উইকেট হারায় ৪৮ রানের মধ্যে।