দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নির্বাচনে অন্যতম শীর্ষ ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদারসহ ৩২ জনের মনোনয়ন বাতিল করেছে এফবিসিসিআইয়ের নির্বাচনী বোর্ড। বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে এফবিসিসিআইয়ের নির্বাচনী বোর্ড।
এফবিসিসিআইয়ের নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান এ মতিন চৌধুরী এবং সদস্য কে এম এন মনজুরুল হক ও মো. শামসুল আলম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়।এফবিসিসিআইয়ের নির্বাচনী বোর্ড মঙ্গলবার ২০২৩-২৫ সালে ফেডারেশনের পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য ১০৫ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করে। এর পাশাপাশি ঋণ ও করখেলাপি হওয়া এবং অন্যান্য কারণে মনোনয়ন বাতিল হওয়াদের তথ্যও জানানো হয়।তবে এফবিসিসিআই সূত্রে জানা যায়, এসব প্রার্থীরা আপিলের মাধ্যমে তাদের প্রার্থিতা ফিরে পেতে পারেন।