শিরোনাম:
বাজেট স্থানীয় চাহিদা ভিত্তিক প্রকল্পে অগ্রাধিকার দেয়া হবে ঈদের ছুটিতে খোলা থাকবে কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন রাজবাড়ীতে একাধিক ছাত্রকে বলাৎকার চেষ্টা সেই মাদ্রাসা শিক্ষক গ্রেফতার গাজায় ইসরাইলি বর্বরতা হামলায় ৪৮ ঘণ্টায় ৪৩৬ জনের মৃত্যু চন্দ্রিমা উদ্যানের নাম পরিবর্তন করে জিয়া উদ্যান রাখার প্রজ্ঞাপন খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা ময়মনসিংহে ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত পুলিশের কল্যাণের জন্য প্রধান উপদেষ্টা পাঁচ নির্দেশনা দিয়েছে রোহিঙ্গাদের ডাটাবেজ নির্বাচন কমিশনকে দেবে ইউএনএইচসিআর সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন

কমলা হ্যারিস হেরে যাওয়ায় বাইডেনকে দুষলেন ন্যান্সি পেলোসি

প্রতিনিধির / ৮৬ বার
আপডেট : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের হারের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে দুষলেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। শনিবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গত বৃহস্পতিবার, মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এ দোষারোপ করেন তিনি।

ন্যান্সি পেলোসি বলেন, ‘যদি প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে আগে সরে দাঁড়াতেন, তাহলে ডেমোক্রেটিক পার্টি প্রতিযোগিতার মাধ্যমে প্রার্থী বাছাই করতে পারত।‘

পেলোসি বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন নির্বাচন থেকে আরও আগে সরে দাঁড়ালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আরও প্রার্থী থাকতে পারত। প্রার্থী বাছাইয়ের জন্য প্রতিযোগিতার (প্রাইমারি) সুযোগ থাকত।‘যুক্তরাষ্ট্রে নির্বাচনে প্রার্থী হিসেবে নির্বাচিত হতে কয়েক মাস ধরে নির্বাচনী প্রচার ও বিতর্ক চলে। সেখানে বাইডেন সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পরই তড়িঘড়ি করে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রার্থী মনোনীত করা হয়। এ ঘটনার জন্য বাইডেনের সমালোচনা করেছেন ন্যান্সি পেলোসি।

সাক্ষাৎকারে পেলোসি নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর পর তাড়াহুড়া করে কমলা হ্যারিসকে প্রার্থী হিসেবে মনোনীত করায় বাইডেনের সমালোচনা করেন।

তবে কমালার প্রশংসা করে পেলোসি বলেন, তিনি (কমালা) মানুষের মধ্যে আশা জাগিয়েছেন। প্রার্থী বাছাইয়ের প্রতিদ্বন্দ্বিতা হলে কমালাই জিততেন বলে মনে করেন পেলোসি। তিনি বলেন, হয়তো কমালা আরো বেশি শক্তিশালী হতেন। জনগণের কাছে যেতে পারতেন।

পেলোসি বলেন, বাইডেন কমালা হ্যারিসকে দ্রুত প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ায় সে সময় প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া অসম্ভব হয়ে ওঠে। যদি সবকিছু আরো আগে ঘটত, তাহলে পরিস্থিতি অন্যরকম হতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ