কুমিল্লায় অন্য রোগীর ইনজেকশন আরেক রোগীকে দেয়ার ফলে মৃত্যু হয়েছে তার। এ নিয়ে সেই মৃত রোগীর স্বজনরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযোগ তুলেছে। স্বজনরা জানান পারুল নামে এক নারীকে অন্য আরেকজন রোগীর ইনজেকশন পুশ করার অভিযোগ উঠে এক চিকিৎসকের বিরুদ্ধে। এর কিছুক্ষণ পরেই পারুলের মৃত্যু হয়। এ নিয়ে রোগীর স্বজনরা প্রতিবাদ করলে ইন্টার্ন চিকিৎসকরা তাদের হাসপাতাল থেকে বের করে দেয়।
পরে খবর পেয়ে সেখানে সংবাদ সংগ্রহ করতে যায় সাংবাদিকরা। এ সময় যমুনা টেলিভিশের কুমিল্লা ব্যুরো প্রধান খোকন চৌধুরী, ভিডিও জার্নালিস্ট জিহাদুল ইসলাম সাকিব, চ্যানেল টুয়েন্টি ফোরের রিপোর্টার ও ভিডিও জার্নালিস্টের ওপর হামলা করে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেলের শিক্ষার্থীরা। এছাড়া, সাংবাদিকদের সাথে থাকা ক্যামেরা, মোবাইল, মাইক্রোফোন কেড়ে নেয় তারা।
এরপর ঘটনাস্থলে গিয়ে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। পরে আহত সাংবাদিকদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, এই ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।