চীনের নৌবাহিনীর সামরিক মহড়ার ছবি ও ভিডিও প্রকাশ করেছে তাইওয়ান। সোমবার এসব ছবি ও ভিডিও প্রকাশ করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেখা যায়, মহড়ায় অংশ নিয়েছে বেইজিংয়ের একাধিক রণতরী। তাইওয়ানের অভিযোগ, তাদের সীমান্তের এলাকার কাছকাছি চালানো হয় এই মহড়া। এমনকি ৫৪টি যুদ্ধবিমান ও ড্রোন তাদের সীমান্তের খুব কাছাকাছি পৌঁছেছে বলে জানিউয়েছে তারা।
এদিকে এক বিবৃতিতে চীন দাবি করেছে, তাইওয়ানের প্রেসিডেন্ট ক্রমাগত চীন থেকে বিচ্ছিন্ন হওয়ার বার্তা দিচ্ছেন, সে কারণেই নৌমহড়ার এই হুঁশিয়ারি।