নাটোরের নলডাঙ্গায় শুরু হয়েছে ঘোড়ার মাংস বিক্রি। শুনতে অবাক লাগলেও ওই এলাকায় ঘোড়ার মাংসের বিক্রির বিষয়টি এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেজিপ্রতি বিক্রি হচ্ছে মাত্র ৩০০ টাকা দরে। একটি ঘোড়া জবাই করার পরপরই মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যায় মাংস।
জানা গেছে, উপজেলার মাধনগর ভট্টপাড়ার পূর্বপাড়ায় ৩টি ঘোড়ার মধ্যে একটি ঘোড়া জবাই করে বিক্রি করা হয়। এদিকে, ঘোড়ার মাংস বিক্রি নিয়ে উপজেলার মাধনগর ভট্টপাড়াসহ ওই এলাকাসহ আশেপাশের এলাকায় তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
মাধনগরের স্থানীয় এলাকাবাসী অনেকেই জানান, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ঘোড়ার মাংস বিক্রি। অনেকেই এই ঘোড়ার মাংস ক্রয় করেছে। এছাড়া এলাকার অনেকে ঘোড়ার মাংস খাওয়া অরুচিকর বলেও মন্তব্য করেছেন অনেকে।