নারায়ণগঞ্জের ফতুল্লায় সাত বছর বয়সী শিশু মুস্তাকিম কে অপহরণের পর হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। একই সঙ্গে এই ঘটনায় ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। নিহত মুস্তাকিন ফতুল্লা থানা লামাপাড়া এলাকার মোঃ হাসিম হোসেনের ছেলে।
পুলিশ জানিয়েছে, মুস্তাকিনের বাবার সঙ্গে পূর্ব শত্রুতার জেরে এবং মুক্তিপণ পাওয়ার আশায় শিশুটিকে অপহরণ করা হয়। পরবর্তীতে ঘটনা জানাজানির ভয়ে আসামিরা মুস্তাকিনকে হত্যার পর লাশ গুমের জন্য ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় ফেলে পালিয়ে যায়।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৫ জানুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে ফতুল্লার লামাপাড়া এলাকার ভাড়া বাসা থেকে শিশু মোঃ মোস্তাকিন নিখোঁজ হয়। এ ঘটনায় পরেরদিন মোস্তাকিনের বাবা মোঃ হাসিম হোসেন থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরে অপহরণকারীরা মোস্তাকিনের বাবার কাছে মুক্তিপণ দাবি করলে গত ১৪ ফেব্রুয়ারি ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। মামলার পর ফতুল্লা থানা পুলিশ মোস্তাকিনকে উদ্ধার এবং আসামি গ্রেপ্তারে কাজ শুরু করে।