রাজবাড়ীর কালুখালীতে একাধিক ছাত্রকে বলৎকার চেষ্টা অভিযোগে মাদ্রাসা শিক্ষক আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার বিকেলে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার মামুন কালুখালীর হরিনবাড়িয়া কামিয়া দারুল উলুম কওমি মাদরাসার শিক্ষক। তিনি খুলনা পাইকগাছার সোনাতন কাঠি এলাকার বেলজার হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, মাদরাসার নাজেরা শাখায় ভর্তি হওয়া ৩ ছাত্রকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন মামুন। গত ২৫ ফেব্রুয়ারি ১৪ বছরের এক ছাত্রকে রাত পৌনে ১২টার দিকে এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের দ্বিতীয় তলায় তার রুমে ডেকে বলাৎকারের চেষ্টা করেন তিনি।
এর আগে, গত ২ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে ১২ বছরের আরেক ছাত্রকে ভবনের নিচতলায় ঘুমন্ত অবস্থায় বলাৎকারের চেষ্টা করলে ছাত্রের ঘুম ভেঙ্গে যাওয়ায় চলে যান তিনি। এরও আগে, ২০২৪ সালের ১৫ মার্চ বেলা ১১টার দিকে ভবনের নিচতলায় ১২ বছর বয়সী আরেক ছাত্রকে বলাৎকারের চেষ্টা করেন তিনি।