ইসলামের সুমহান বাণী ছড়িয়ে দিতে অনুষ্ঠিত হলো সুফী সমাবেশ-২০২৫। সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এ আয়োজন করা হয়। বক্তারা বলেন, গত বছরের ৫ই আগস্টের পর নানা রকম অপবাদ দিয়ে সুফী ঘরানার মানুষদের উপর হামলা নির্যাতন করা হইয়াছে। বিভিন্ন সুফী-সাধকের মাজার ও দরবার শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
ইসলামে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই উল্লেখ করে বক্তারা বলেন– হিংসা বিদ্বেষ নয়, ভালোবাসা দিয়ে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে মানুষকে ইসলামের পথে ডাকতে হয়। ইসলামের সুমহান আদর্শ সেই শিক্ষাই দেয়।
আকিদাগত কোনো ভুলভ্রান্তি থাকলে তা ধরিয়ে দেয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, শত বছর আগেও সুফিরা ইসলামের বাণী ছড়িয়ে দিয়েছেন। তাদের দেখানো পথে অনেকে মুক্তির দিশা পেয়েছেন।