সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত সাবেক ছাত্রদল নেতা কবির হোসেন চিকিৎসাধীন মারা গেছেন। এ ঘটনার প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিক্ষোভ মিছিল করেছে নেতা-কর্মীরা।
বুধবার সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কবির। নিহত কবির হোসেন উপজেলা স্বদিয়া চাঁদপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি। তার মৃত্যুর সংবাদ প্রচার হওয়ার পর বিএনপির এক গ্রুপের নেতাকর্মীরা এনায়েতপুর কেজির মোড় এলাকায় এসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এ সময় তারা দোষীদের শাস্তির দাবি জানান।
মঙ্গলবার সন্ধ্যায় দুপক্ষের মারামারির ঘটনায় ঢাকায় চিকিৎসাধীন একজন মারা গেছে। নিহতের মরদেহ আনা হচ্ছে। পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এ ঘটনায় থানায় অভিযোগ করেনি কোনো পক্ষ বলে জানিয়েছেন পুলিশ।